|
---|
সংবাদদাতা : সারাদিনের কাজ শেষ করে সন্ধেবেলায় সাগরদিঘী এলাকার বিভিন্ন মোর গুলিতে গিয়ে পথচলতি মানুষদের হাতে চারাগাছ তুলে দিলেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস, সাথে ছিলেন ট্রাস্টের আরেক সদস্য আনারুল সেখ। মোটরবাইক নিয়েই এখানে সেখানে বহু মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির চারাগাছ। রাত্রির অন্ধকারেও সবুজ বিপ্লব ঘটিয়ে চলেছেন সঞ্জীব দাস। সমাজসেবার এই অদ্ভুত নেশা দেখে রীতিমত উচ্ছ্বসিত পথচলতি লোকেরা। চারাগাছ পেয়ে প্রত্যেকেই হাসিমুখে সেগুলো গ্রহণ করেছেন এবং শুধু তাই নয় সকলে গাছগুলো যত্নসহকারে বড় করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন সবুজয়নের এই বিপ্লব আমরা চালিয়ে যাবো এবং সকলে মিলে একসাথে সুস্থ পরিবেশ গড়ে তুলবো এই আমাদের অঙ্গীকার।