|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: শুক্রবার রতুয়া২নম্বর ব্লকের শ্রীপুর ২ এর অধীনে কুমারগঞ্জ হাই স্কুল শিবির বসেছিল । খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী ও কৃষক বন্ধু সহ ১১টি প্রকল্পের ক্যাম্প করা হয়েছে।
রতুয়া ২ ব্লকের বিডিও সোমনাথ মান্না মহাশয় জানান, সরকারি সুরক্ষা বিধি মেনেই কাজ চলছে। উপভোক্তাদের হ্যান্ড স্যানিটাইজ ও মাস্ক পরে শিবিরে প্রবেশ করানো হচ্ছে। হাতেনাতে সরকারি পরিষেবা পেতে জনসাধারণদের লাইনে খোশ মেজাজ দেখা গিয়েছে ‘দুয়ারে সরকার’ শিবিরে। এই শিবিরে ছিলেন রতুয়া -২ ব্লকের জয়েন্ট ভিডিও সৌরভ দেব মহাশয়, উপস্থিত ছিলেন শ্রীপুর -২ অঞ্চলের প্রধান সেরিনা বেগম ও তার স্বামী মহব্বত আলী উপস্থিত ছিলেন রতুয়া-২ ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি ওয়াসিম আকরাম সহ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সদস্য আবু তালেব।