বাড়িতে বসে স্বাস্থ্য সাথী কার্ড পেল রতুয়ার মনিরুল রহমান

বাড়িতে বসে স্বাস্থ্য সাথী কার্ড পেল রতুয়ার মনিরুল রহমান

     

     

    নতুন গতি প্রতিবেদক : রতুয়া ১ নম্বর ব্লকের ভাদু গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনিরুল রহমান বাড়ি থেকে স্বাস্থ্য সাথী কার্ড করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারপর তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তুলে নিয়ে যায় রতুয়া গ্রামীণ হাসপাতাল এ সেখানে চিকিৎস নিয়ে বাড়ি আসে কিন্তু পায়ে গুরুতর আঘাত লাগার কারণে শে আর স্বাস্থ্যসাথী কেন্দ্রে স্বাস্থ্য সাথী কার্ড করতে যেতে পারবেনা। কিন্তু তাতে কি মাত্র একটি ফোনকলেই ছুটে আসেন প্রধান ও প্রতিনিধিদল। এবং তার বাড়িতেই বসে স্বাস্থ্য সাথী কার্ড করে দিয়ে তার হাতে তুলে দিলেন প্রধান ও পঞ্চায়েত প্রতিনিধিরা আর তাই বাড়িতে বসে স্বাস্থ্য সাথী কার্ড হাতে পেয়ে খুশি মানিরুল।