|
---|
নিজস্ব সংবাদদাতা :চলতি আইপিএলে তরুণ প্লেয়ারদের জয়জয়কার। রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সওয়াল স্বপ্নের ফর্মে রয়েছেন। ইতিমধ্যেই তিনি আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশত রানের অধিকারী হয়েছেন। ১৩ ম্যাচে তার রান সংখ্য ৫৭৫। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স এর রিঙ্কু সিং বয়স ২৫। ইতিমধ্যে দুর্দান্ত ফিনিশার নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেই কারণে চলতি বছরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে এই দুইজনকে চাইছেন রবি শাস্ত্রী। কলকাতা নাইট রাইডার্স এর রিঙ্কু সিং এর প্রশংসা করেছেন তিনি। তিনি জানিয়েছেন এবারে আইপিএলের অন্যতম ধারাবাহিক পারফরমার রিঙ্কু সিং। টেম্পারমেন্ট দুর্দান্ত, প্রচন্ড মানসিকভাবে শক্ত। রবি শাস্ত্রী জয়সওয়ালের ও প্রশংসা করেছেন। রবি শাস্তির কথায় চলতি আইপিএলে যে দুর্দান্ত ফর্মে রয়েছে , সেজন্য ওকে বিশ্বকাপে দলে না রাখবার কোন কারণ নেই। ব্যাটিং যথেষ্ট পরিণত, বিভিন্ন শটমারার ক্ষমতা রয়েছে , তার সাথে অবশ্যই পাওয়ার হিটার।