|
---|
দেবজিৎ মুখার্জি: শনিবার টুইট করে নিজেই আইপিএল থেকে অবসর ঘোষণা করেন চেন্নাই তারকা রায়ডু। লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবারই আমার শেষ আইপিএল। ১৩টা বছর দুই ফ্র্যাঞ্চাইজির জার্সিতে খেলা দারুণভাবে উপভোগ করেছি। এই অনবদ্য সফরের জন্য মুম্বই ইন্ডিয়ান্স এবং সিএসকে’র সকলকে ধন্যবাদ জানাই।”
কিন্তু খানিক পরই টুইটটি মুছে ফেলেন তিনি। যদিও পরে এনিয়ে মুখ খোলেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। জানান, “সম্প্রতি নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ হয়ে পড়েছিলেন রায়ডু। সেই কারণেই হয়তো টুইট করেছিলেন। ওঁর সঙ্গে কথা হয়েছে। ক্রিকেট থেকে এখন অবসর নিচ্ছেন না।”