|
---|
নিজস্ব সংবাদদাতা :রবিবাসরীয় বিকেলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান। এদিন ব্যাঙ্গালোর কে নেতৃত্ব দেন বিরাট কোহলি। রাজস্থান টসে জিতে ব্যাঙ্গালোর কে ব্যাট করতে পাঠায়। প্রথম বলেই শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। এরপর দলের হাল ধরেন ডুপ্লেসিস ও ম্যাক্সওয়েল। ডুপ্লেসিস এর ব্যাট থেকে আসে ৬২ রান, ম্যাক্সওয়েল করেন দুর্দান্ত ৭৭ রানের ইনিংস। তবে দুইজন আউট হতেই , আরসিবির ছন্দপতন ঘটে। একসময় ২০০ প্লাস মনে হলেও, নির্ধারিত কুড়ি ওভারে ১৮৯ রান তুলতে সক্ষম হয় আরসিবি নয় উইকেট হারিয়ে। রাজস্থান যেকোনো বড় টিমের সমানতালে পাল্লা দিতে পারে। দুর্দান্ত ইনিংস খেলেন যশোস্বী তার ব্যাট থেকে আসে ৪৭ রান। দেবদূত মরিয়া প্রচেষ্টা করেন, ব্যাট থেকে আসে ৫২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।শেষ পর্যন্ত আরসিবি সাত রানে ম্যাচ জিতে নেয়। রাজস্থান নির্ধারিত কুড়ি ওভারে ১৮২ রান তোলে ছয় উইকেটের বিনিময়।