RE-KYC শিবির মেমারিতে

নূর আহমেদ : এদিন বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ব্লকের শহর মেমারির কৃষ্টি প্রেক্ষাগৃহে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ইউকো ব্যাংকের তত্ত্বাবধানে প্রায় ১৬ থেকে ১৭ টি ব্যাংক নিয়ে একটি RE-KYC শিবির অনুষ্ঠিত হয়। বিভিন্ন ব্যাংক একাউন্টে দীর্ঘদিন যাবত কোন লেনদেন না হওয়ার কারণে সেই একাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে , এমনকি সেই একাউন্ট থেকে গ্রাহকেরা কোন লেনদেন পর্যন্ত করতে পারবেনা যদি এই RE KYC জমা না দেন গ্রাহকেরা, তাই সকল গ্রাহককেই রি কেওয়াইসি করার জন্য সচেতন করা হয় এদিনের এই শিবির থেকে । এছাড়াও ব্যাংকিং ক্ষেত্রে একাধিক যে সুযোগ সুবিধা গ্রাহকরা পেতে পারেন তার খুঁটিনাটি তথ্য তুলে ধরেন উপস্থিত আধিকারিকরা ।

    পাশাপাশি গ্রাহকদের ক্ষেত্রেও পরিষেবা পেতে কোন অসুবিধা হচ্ছে কিনা এ বিষয়ে জানতে চান তারা। বিভিন্ন ক্ষেত্রে লোন নিয়ে স্বনির্ভর হয়েছেন গ্রাহকরা । পাশাপাশি আরও যে সমস্ত সুবিধা গুলি গ্রাহকরা খুব সহজে পেতে পারেন সেই বিষয়গুলি তুলে ধরেন উপস্থিত আধিকারিকরা ।
    এদিন এই শিবিরে প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল ডিরেক্টর rbi kolkata সুধাংশু প্রসাদ সহ বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা।

    বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের এদিন এই শিবিরে এসে তাদের অ্যাকাউন্ট সচল রাখতে RE KYC করাতে দেখা গেল এদিনের এই শিবিরে।