|
---|
দিল্লির ভয়াবহ ঘটনার পর সতর্কতা জারি পশ্চিমবঙ্গে
নতুন গতি প্রতিবেদক কলকাতা, ২৫ ফেব্রুয়ারিঃ ইতিমধ্যেই দিল্লির ঘটনার পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে মুম্বইতে। এবার বাদ গেল না পশ্চিমবঙ্গও। এখানেও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, কলকাতা পুলিশ কমিশনার অনুজ কুমার সহ পুলিশ ও প্রশাসনিক উচ্চপদস্থ পদাধিকাররা।
দিল্লিতে সিএএ নিয়ে রবিবার থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়েছে। এখনও অবধি সেখানে ৯ জন মারা গিয়েছেন। যার মধ্যে রয়েছেন একজন দিল্লি পুলিশের হেড কনস্টেবল। ৪৮ পুলিশকর্মী সহ শতাধিক লোক জখম হয়েছেন।
সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি ইস্যুতে ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজধানী দিল্লির পরিস্থিতি৷ রবিবার থেকে দিল্লিতে একটানা চলছে বিক্ষোভ, সংঘর্ষ৷ একদিকে সিএএ ও এনআরসির বিরুদ্ধে রাস্তায় নেমে কেন্দ্র-বিরোধিতায় সোচ্চার মানুষ৷ উল্টোদিকে, আন্দোলনকারীদের দমনে মাঠে নেমেছে আর এক পক্ষও৷ লাঠি, লোহার রড নিয়ে একে অপরের উপর হামলা চালাচ্ছে উভয়পক্ষ৷
সংঘর্ষের ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন৷ দিল্লির একাধিক হাসপাতালে ভরতি আহতরা৷ এমনকি সংঘর্ষ থামাতে গিয়ে নিহত হয়েছেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবলও৷ একাধিক পুলিশকর্মী জখম হয়ে হাসপাতালে ভরতি রয়েছেন৷