নিজের জীবনের পরোয়া না করে ছাত্র-ছাত্রীদের জীবন বাঁচালেন রিয়েল হিরো পুলিশ কর্তা আজহারউদ্দিন খান

নিজস্ব সংবাদদাতা :মালদায় সবার মুখে মুখে একটাই নাম ডিএসপি আজারুদ্দিন খান, মালদার হিরো ডিএসপি আজারুদ্দিন খান। নিজের জীবনের পরোয়ানা করে সত্তর জন ছাত্রছাত্রীর প্রাণ বাঁচালেন। বন্দুকবাজের তাণ্ডবে যখন সবাই ভয়ে সিটিয়ে, নিজের জীবনের পরোয়া না করে লাফিয়ে গিয়ে পাকড়াও করলেন বন্দুকবাজ কে। ঘটনা প্রসঙ্গে, বুধবার দুপুরে পুরাতন মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে , সপ্তম শ্রেণীতে অতর্কিত এক বন্দুকবাজের প্রবেশ ঘটে। সে বন্দুক হতে জানাতে থাকে তার দাবি না পূরণ হলে ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে নেবে। ক্লাসে উপস্থিত ছাত্র-ছাত্রীসহ শিক্ষক রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর দেওয়া হয় মালদা পুলিশকে, প্রথম থেকেই বন্দুকবাজের ঘটনার তদারকি করছিলেন ডিএসপি আজহারউদ্দিন খান। অন্যান্য পুলিশ কর্মীরা যখন বুলেট জ্যাকেট পরে ছোটাছুটি করছিলেন একটা সাধারণ নীল গেঞ্জি পড়ে বন্দুকবাজের উপর ঈগল দৃষ্টি রাখছিলেন আজহারউদ্দিন খান। সুযোগ বুঝেই ঝাঁপিয়ে পড়েন তিনি ওই বন্দুকবাজের উপর, মালদায় সবার মুখে একটাই নাম আজহারউদ্দিন খান। সবাই সাধুবাদ জানাচ্ছেন। এই প্রসঙ্গে তিনি জানান প্রথম থেকেই ভেবে রেখেছিলেন নিজের জীবনের যাই হয়ে যাক ছাত্র-ছাত্রীদের বাঁচাতে হবে।