|
---|
নিজস্ব সংবাদদাতা :বিমান যাত্রা করার সময় যাত্রীদেরকে মোবাইল ফোন এরোপ্লেন মোড করতে বলা হয়। এরোপ্লেন মোডে থাকাকালীন মোবাইলে কোন নেটওয়ার্ক থাকে না। অফলাইন গেম ও ডাউনলোড করা ভিডিওগুলি কেবল ব্যবহার করা যায়। কেন এরোপ্লেন মোডে ফোনকে রাখতে বলা হয়? কারণ মোবাইল ফোন এরোপ্লেন মোডে না থাকলে পাইলটকে বিমান চালানোতে অসুবিধা হতে পারে। এছাড়া কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখতে হয় পাইলটকে, সে ক্ষেত্রেও বিভ্রান্তি দেখা দিতে পারে। এরাপ্লেন মোডে মোবাইল ফোন না থাকলে, বিমান দিকভ্রষ্ট হতে পারে। এছাড়া দুর্ঘটনার কবলেও পড়তে পারে বিমান।