সম্প্রতি এক বিরল গুরুদক্ষিণার সাক্ষী রইল জলপাইগুড়ি শহর

নতুন গতি নিউজ ডেস্ক : শিক্ষকের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে পজিটিভ। কিন্তু বহু চেষ্টা করেও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স, অটো, টোটো কিছুই মিলল না। অগত্যা সহায় হলেন প্রাক্তন ছাত্র। তাঁর বাইকেই সওয়ার হলেন অসুস্থ শিক্ষক।

    সম্প্রতি এমন বিরল গুরুদক্ষিণার সাক্ষী রইল জলপাইগুড়ি শহর। নেতাজি বিদ্যাপীঠ হাইস্কুলের প্রাক্তন ছাত্র নিত্যানন্দ বর্মন। হাসপাতালে যাওয়ার কোনো উপায় না পেয়ে শেষমেশ তাঁকেই ফোন করেন ওই স্কুলের এক প্রাক্তন শিক্ষক। কেবল একটি রেনকোট পরে নিয়েই বেরিয়ে পরেন নিত্যানন্দ। তাঁর জন্যই যথাসময়ে কোভিড হাসপাতালে পৌঁছোতে পারেন তাঁর শিক্ষক।আপাতত ওই শিক্ষক চিকিৎসাধীন। নিত্যানন্দের সাহসিকতায় মুগ্ধ উত্তরবঙ্গের মানুষ।