|
---|
তারবিয়াহ কেম্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে সংবর্ধনা ! শিক্ষা, স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক সভা
নতুন গতি , কালিয়াচক: সম্প্রতি কালিয়াচকের জালালপুরে তারবিয়া কেম্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের তরফে সুজাপুরের বিধায়ক আবদুল গনি ও মোথাবাড়ির বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সংবর্ধনা দেওয়া হয় ও শিক্ষা, স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন , তারবিয়া ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর তথা শিল্পোদোগী আজিজুর রহমান, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড: নজিবর রহমান, চিকিৎসক নজরুল ইসলাম, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এজাজুল হক প্রমুখ । এদিনের সভায় যদিও মন্ত্রী অনিবার্য কর্মসূচির জন্য এই সভাতে উপস্থিত থাকতে পারেননি। সভায় বিধায়ক ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আবদুল গনিকে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষে কিছু মানুষ এলাকার মূল সমস্যা ও দাবিসমূহ তুলে ধরে পদক্ষেপ গ্রহণের আবেদন জানান। সেগুলির মধ্যে রয়েছে কালিয়াচক ও সুজাপুর কে মিউনিসিপালিটিতে উন্নতি, নতুন কমিউনিটি হল তৈরি, নজরুল ভবনকে নতুন করে সাজিয়ে তোলা, পানীয় জল, ড্রেন তৈরি সহ একগুচ্ছ বিষয় আলোকপাত করেন উপস্থিত নাগরিকরা।
সুজাপুরের বিধায়ক তথা অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল গনি বলেন, রেকর্ড ভোটে জয়ী করার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি সব সমস্যার সমাধান করতে পারব না। তবে যা সম্ভব অবশ্যই সমাধান করব। ইতিমধ্যে পানীয়ের জল নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছি। কাজ শুরু হবে নতুন প্লান্টের। ঘন জনবসতি এলাকা। জল নিকাশি নিয়েও প্রশাসনের সাথে কথা বলেছি। বিভিন্ন সমস্যায় জেরবার ধীরে ধীরে অনেক কিছুই সমাধানের পথ দেখবে আশ্বাস দেন বিধায়ক। উন্নয়নে সকলেই যাতে সদর্থক ভূমিকা পালন করেন তবেই উন্নয়নের কাজ তরান্বিত হবে। স্কুলের ডাইরেক্টর আজিজুর রহমান বলেন , এখন যে কোন ক্ষেত্রেই চাহিদা বেড়েছে। দীর্ঘদিন ধরে এলাকার অগ্রগতি নেই বললেই চলে। রেকর্ড ভোটে জয়ী গণির আমাদের গর্ব। গণির প্রতি আশাবাদী তিনি উন্নয়নমূলক কাজে সচেষ্ট থাকবেন। আমরা কী ধরনের উন্নয়ন চাই তার একটা প্রাথমিক দাবি সমূহ তুলে দিলাম বিধায়কের হাতে।” অঙ্কন শিক্ষক সাহাদাত হোসেন বিধায়ক ও আজিজুর রহমানকে দুটি ছবি তুলে দেন ও সংবর্ধিত করেন কর্তৃপক্ষ।