|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলির জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৫ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো জাতীয় শিক্ষক দিবস। শিক্ষা আনে চেতনা চেতনা আনে মুক্তি-শিক্ষা হল জাতির মেরুদন্ড। আর এই আদর্শ শিক্ষকদের হাত ধরেই তৈরি হয় সমাজ। ৫ই সেপ্টেম্বরের দিনে, সেই সমস্ত মহান ব্যক্তিদের স্মরণ করার নিমিত্তে শিক্ষক দিবস। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ৫ই সেপ্টেম্বর ভারতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালিত হয় শিক্ষক দিবস। স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকের এই দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়। একজন প্রকৃত শিক্ষকের প্রচেষ্টা এবং চরিত্রের উপরে যে কোন দেশের ভবিষ্যৎ নির্ভর করে। আজ এই ৫ই সেপ্টেম্বরের দিনে সমস্ত শিক্ষককে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি, ভারতরত্ন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন ৫ই সেপ্টেম্বর আর তাঁকে সম্মানার্থে এই দিনটি শিক্ষক দিবস হিসাবে ১৮৮৮ সালের ৫ ই সেপ্টেম্বর ডক্টর রাধাকৃষ্ণণের জন্ম। সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠার একটি একমাত্র পথ, যে পথটি চালিত করেন শিক্ষকরা। ডক্টর রাধা কৃষ্ণণান দর্শন বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী রাধাকৃষ্ণন বিশ্বের দরবারে ভারতীয় দর্শন তত্ত্বের সুন্দরভাবে উপস্থাপক তিনি প্রেসিডেন্সি কলেজ মাইসোর বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছেন ১৯৬২ সাল থেকে ভারতবর্ষের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিনটিকে যথাযথ শিক্ষক দিবস হিসাবে পালিত হচ্ছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবদুল কালাম বলতেন আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান কোন পেশা নেই।
দক্ষিণ ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা কুলতলী জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আজ প্রাক্তন শিক্ষক সহ সমাজের প্রতিষ্ঠিত শিক্ষকদেরকে যথাযথ মর্যাদায় সম্মান প্রদর্শন যেখানে উপস্থিত ছিলেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার এছাড়া কুলতলী বিধানসভার অধিকাংশ প্রাথমিক মাধ্যমিক এসএসকে সহ একাধিক স্কুলের শিক্ষক মন্ডলীএবং এলাকার বিশিষ্ট গুণীজনেরা। জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সান্তনু ঘোষাল স্কুলে এমনই সুন্দর অনুষ্ঠান হওয়ায় সকলকে সাধুবাদ জানায়।