রঘুনাথগঞ্জ 59 নম্বর বিধানসভার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

আব্দুস সামাদ, জঙ্গিপুর: মুর্শিদাবাদ যখন বাংলা–বিহার–উডিশার রাজধানী ছিল তখন মুর্শিদাবাদের খ্যাতি ছিল সর্বত্র। এমনকী সুদূর ইংল্যান্ডেও মুর্শিদাবাদের নাম জ্বলজ্বল করত। কালের নিয়মে এক সময় মুর্শিদাবাদ পিছিয়ে পড়ল। এবং পিছিয়ে পড়া তকমা মুর্শিদাবাদের অঙ্গে সেঁটে গেল। তারপর মুর্শিদাবাদে রাজনৈতিক ভাবে ক্ষমতায় থেকেছে হয় কংগ্রেস, নয় তো সিপিএম তথা বামফ্রন্ট। কিন্তু ‘‌পিছিয়ে’‌ তকমা দূর হয়নি। চেষ্টা শুরু হলো ২০১১ সালের পর থেকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর ধীরে ধীরে শুরু হলো কাজ,বর্তমানে এই মুর্শিদাবাদের মাটি থেকে একের পর এক শিক্ষার্থী এক একটি রত্নে পরিণত হচ্ছে,এই মুর্শিদাবাদের থেকে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম হচ্ছে,এবং এই গর্বের জেলা মুর্শিদদাবাদ থেকে প্রতি বছর একাধিক কৃতি ছাত্র ছাত্রী মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জেলার নাম উজ্জ্বল করছে।

    তেমনি এবারো মুর্শিদাবাদ জেলায় ১৩৯ জন ছাত্র-ছাত্রী সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তেমনি রঘুনাথগঞ্জ ৫৯ নম্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতি মন্ত্রী আখরুজ্জামানের উদ্যোগে রঘুনাথগঞ্জ বিধান সভার নয়জন সর্বভারতীয় মেডিক্যাল নিট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন। এইদিন এই অনুষ্ঠান রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সনমতিনগরে অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রী রা সম্বর্ধনা পেয়ে খুব আনন্দিত,উৎফুল্ল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরে প্রতিমন্ত্রী আখরুজ্জামান, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার ওয়াই রঘুভমশি, এসডিও শিলচর শেখর, জঙ্গিপুর এসডিপিও বিদ্যুৎ তরফদার,রঘুনাথগঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি পার্থ ঘোষ, জঙ্গিপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার তনময় ভগৎ, এছাড়াও তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্লকের সভাপতি সমির উদ্দিন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিন সিদ্দিকী, বিশিষ্ট সমাজসেবী রেজাউল করিম, এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মন্ডলী এবং কৃতি ছাত্র ছাত্রীদের অভিভাবক গণ।