|
---|
মালদা- উত্তরবঙ্গের সেরা এক্সপোর্ট ব্যবসায়ীর শিরোপা পাওয়ার জন্য উত্তর মালদা ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা জানানো হল আন্তর্জাতিক রপ্তানিকারক উজ্জল সাহাকে। শনিবার রাত্রে উত্তর মালদা ব্যবসায়ীদের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী উজ্জল সাহা কে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য,দেশে বৈদেশিক মুদ্রা আয়ের বৃদ্ধিতে সহযোগিতা করায় উত্তরবঙ্গের সেরা এক্সপোর্ট ব্যবসায়ী শিরোপা দেওয়া হয় মালদার রপ্তানিকারক উজ্জল সাহাকে। সম্প্রতি মালদা জেলা শিল্প কেন্দ্রের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালদা জেলার প্রতিষ্ঠিত এক্সপোর্ট ব্যবসায়ি উজ্জল সাহার হাতে কেন্দ্রীয় সরকারের শংসাপত্র টি তুলে দেওয়া হয়। এই বিষয়ে রপ্তানিকারক উজ্জল সাহা জানান, উত্তর মালদার সমস্ত ব্যবসায় সংগঠন তথা সামগ্রিক মারছেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান। তার পাশাপাশি তিনি জেলার সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায়িক ক্ষেত্রে এগিয়ে এসে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ভান্ডার শক্ত করতে আহ্বান জানান।