জলপাইগুড়ি বইমেলায় এবার রেকর্ড বই বিক্রি

নতুন গতি নিউজ ডেস্ক: আজকের দিনে মানুষের বইমেলা যাওয়াটাই একটা ঘটনা হয়ে দাড়িয়েছে।মোবাইল ইন্টারনেটের যুগে বই যখন আসতে আসতে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছে তখন দুহাজার কুড়ির পরে এই দুহাজার একুশ সালে বইমেলাতে এবারে কিশোর কিশোরীদের ছড়াছ ড়ি।কে কতটা বই পড়ে সেটা এখন মুল বিষয় নয়,মুল বিষয় হল কিশোর কিশোরীরা বই পড়ছে এবং বইমেলাতে গিয়ে বই ঘাটছে।জলপাইগুড়ি বইমেলায় এবার রেকর্ড বই বিক্রি হয়েছে,তার পঞ্চাশ শতাংশ বই কিনেছেন কিশোর কিশোরীরা।এটাই অনেক বড় বিষয় বইপ্রেমী মানুষের কাছে।আগামী ভবিষ্যত প্রজন্ম বই পড়তে আগ্রহ প্রকাশ করছে এটাই বড়বিষয়।

    বই পড়তে ভালবাসেন যে মানুষ এখনো তা প্রকাশ পেয়েছে এই বইমেলাকে দেখে।প্রচুর কমবয়োসি ছেলেমেয়ে এখন বইএর প্রতি আকৃষ্ট তাই বই প্রকাশকেরা বেশী আগ্রহ দেখাচ্ছেন।

    তাই এবারে শিলিগুড়ির বইমেলা একেবারে সুপার হিট।বিক্রেতা এবং প্রকাশক খুশি।খুশি সবাই কারন বই যে আবার ফিরে আসছে মানুষের মাঝে মানুষের কাছে।

    বইএর প্রতি আগ্রহ কিশোর কিশোরীদের মধ্যে অনেকদিন থেকেই ছিলো।মাঝে অনেকদিন ধরে বই বিক্রি কমে গিয়েছিল কিন্তুু এখন বেড়েছে অনেকটাই।