|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার তিন ধাপে – প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ – ২০ হাজারেরও বেশি পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
জানা গিয়েছে, চলতি মাসেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। আগের মতই দায়িত্বে থাকবে স্কুল সার্ভিস কমিশন।
পরীক্ষার নিয়ম
প্রিলিমিনারি ও মেন দুটোই হবে ১০০ নম্বরের ওএমআর শিটে। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করলে বসা যাবে মেন বা বিষয়ের পরীক্ষায়। তারপরে ১০ নম্বরের ইন্টারভিউ। পাশাপাশি আগের মত দেখা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতকস্তরে প্রাপ্ত নম্বর।