|
---|
নিজস্ব সংবাদদাতা, দাঁতন: কোডিডের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের সময়ও মানুষের পাশে দাঁড়ালেন রেড ভলান্টিয়াররা।কথা রাখলেন দাঁতনের রেড ভলান্টিয়াররা।পূর্ব প্রতিশ্রুতি মতো বুধবার ফোন পেয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন জেনারেটর নিয়ে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য অনেক অংশের মতো দাঁতন শহরেও বিদ্যুৎ পরিষেবায় সমস্যা হয়।ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ফলে ব্যহত হয় দৈনন্দিন জীবন।যাঁরাই ফোন করে রেড ভলান্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁদের বাড়িতেই জেনারেটর নিয়ে পৌঁছেছেন রেড ভলান্টিয়াররা।স্বল্পমূল্যে জেনাটেরের সাহায্যে গৃহস্থকে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাড়ির জলের ট্যাঙ্ক ভর্তিতে সাহায্য করেছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ননীগোপাল দাস, অরিত্র সাহা,তূষার পয়ড়া, অপূর্ব তিয়ারী,সন্দীপ রায়,বীরসা সরেন, বিশ্বজিৎ পান্ডা প্রমুখ।