|
---|
নিজস্ব সংবাদদাতা :শুক্রবার ঘরের মাঠে খেলতে নেমে হার শিকার করলো ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদ এফসি বিরুদ্ধে খেলতে নেমে 2-0 গোলের ব্যবধানে হেরে গেল তারা। শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগে যুবভারতীতে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফ সির বিরুদ্ধে খেলতে নেমেছিল। ম্যাচের শুরু থেকে দাপট দেখায় হায়দ্রাবাদ এফসি, ৯ মিনিটের মাথায় হায়দ্রাবাদ গোল করে এগিয়ে এগিয়ে যায়। এরপর ম্যাচের প্রথম অর্ধে দাপটের সাথে ফুটবল খেলে হায়দ্রাবাদের প্লেয়াররা। প্রথমার্ধের পর ম্যাচের ফলাফল থাকে ইস্টবেঙ্গলের প্রতিকূলে ০ _১। ম্যাচের দ্বিতীয় অর্ধে হায়দ্রাবাদ দুর্দান্ত খেলে হায়দ্রাবাদ এফসি প্লেয়াররা। আক্রমণের ঝড় তোলে তারা, ইস্টবেঙ্গলের ডিফেন্স তাদের কাছে অসহায় দেখাচ্ছিল। ইস্টবেঙ্গল দুই একবার চেষ্টা গোল করার চেষ্টা করলেও কোন লাভ হয়নি। দুর্দান্ত হায়দ্রাবাদি ডিফেন্সের সামনে আটকে যায় তারা। উল্টে ম্যাচে শেষ হবার কিছু আগে হায়দ্রাবাদ আরেকটি গোল করে । আগে যুবভারতীতে ইস্টবেঙ্গলের খেলা হলে কাতারে কাতারে দর্শক আসতো, কিন্তু আজ যুবভারতী কার্যত ফাঁকা ছিল। ৫০০ মতো দর্শক হয়তো উপস্থিত ছিল। আজ ম্যাচ জয় করে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো হায়দ্রাবাদ এফসি।