রক্তদান মহৎদান সেই কথা কে সামনে রেখে পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নিয়মিত শিবির করা হচ্ছে রক্তদানের

রক্তদান শিবির দুবরাজপুর থানার উদ্যোগ “রক্তদান মহৎদান,সেই রক্তে বাঁচে অন্যের প্রাণ”-  সেই কথা কে সামনে রেখে পুলিশ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে নিয়মিত শিবির করা হচ্ছে রক্তদানের। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জেলায় তৈরি হয়েছে রক্তের সঙ্কট। প্রতিবছর গ্রীষ্মের সময় জেলার ব্লাড ব্যাংক গুলিতে সংরক্ষিত রক্তের পরিমান চাহিদার তুলনায় অনেক কম মজুত থাকে। ফলে সমস্যায় পড়তে হয় রোগীদের।গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মোচনে বীরভূম জেলার পুলিশের উদ্যোগে নিয়মিত ভাবে চলছে থানায় থানায় রক্তদান শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে “উৎসর্গ” নামক প্রকল্পের মাধ্যমে রবিবার দুবরাজপুর থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে স্থানীয় থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার মিলে ৫০ জন রক্তদান করেন। আজকের শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন সহ আরও অনেকে।