দূষণের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ৫০ শতাংশ কর্মীকে Work from Home-এর পরামর্শ

নতুন গতি নিউজ ডেস্ক: বাতাসে বিষবাষ্পের জেরে নাজেহাল রাজধানী। করোনার পর এবার দূষণের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জানিয়েছে যে, দিল্লি ও দিল্লি পার্শ্ববর্তী শহরগুলির সব স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান নয়া নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে। একইসঙ্গে দূষণ কমাতে ৫০ শতাংশ কর্মীকে Work from Home-এর পরামর্শ। কিন্তু, এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে কেন্দ্র।

    সুপ্রিম কোর্টে বুধবার কেন্দ্র জানিয়েছে, এখনই সমস্ত কর্মীদের ঘর থেকে কাজ করানো সম্ভব নয়। তবে দূষণ নিয়ন্ত্রণে তারা কর্মীদের অফিসে আনতে পুলকার ব্যবহার করবে বলে আশ্বস্ত করেছে কেন্দ্র। সোমবার দিল্লি দূষণ মামলার শুনানি শীর্ষ আদালত অন্তত এক সপ্তাহের জন্য কর্মীদের ঘর থেকে কাজ করানোর নিদান দিয়েছিলেন।

    সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনস্থ ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ অর্থাৎ CAQM দূষণ নিয়ন্ত্রণে ৯ পাতার একটি নির্দেশিকা জারি করে। যাতে বলা হয়েছে- পরবর্তী নির্দেশ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল, কলেজ ও সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া রাজধানী দিল্লি ও NCR রাজ্য অর্থাৎ দিল্লি, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশে আপাতত ২১ নভেম্বর পর্যন্ত ৫০ শতাংশ কর্মীকে ঘর থেকে কাজ অর্থাৎ Work from Home-এর পরামর্শ। যদিও এই নিয়ে শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছে কেন্দ্র।নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লি ও NCR রাজ্যগুলিতে আপাত ২১ নভেম্বর পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী ছাড়া আর অন্য কোনও যানবাহন প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে ২১ নভেম্বর পর্যন্ত দিল্লি NCR-এ সব ধরনের নির্মাণও ভাঙাভাঙির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে CAQM।