|
---|
মোল্লা জসিমউদ্দিন , নতুন ছবিতে জুটি বেঁধেছে বনি সেনগুপ্ত ও আয়ুষী তালুকদার। ছবির নাম ‘আর্চি’র গ্যালারি। ছবির শ্যুটিং প্রায় শেষ। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক প্রমিতা ভট্টাচার্য। কলকাতা শহরে চলছে ছবির শ্যুটিং। ছবিতে ফুটে উঠবে একটি ছেলের গল্প। তার নাম আর্চি, যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বনি সেনগুপ্ত। বিপরীতে রয়েছেন আয়ুষী তালুকদার। আমাদের জীবনের এমন অনেক মূহুর্ত থাকে যেগুলো ফ্রেম বন্দী করা যায় না। কিন্তু মনে রেখে দেওয়া যায়। এই ছেলেটি এমনিই কিছু ছবি মনে রেখে দেয়। যার ছোটো বেলায় মা মারা যায়। বড়ো হয় বাবা ও মাসির কাছে।এই ছবিতে আয়ুষী তালুকদার কে দেখা যাবে একজন কর্পোরেট অফিসে চাকরি করতে। ছবিতে আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকাতে রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত। যিনি ছবিতে বনি সেনগুপ্ত-র বাবার চরিত্রে অভিনয় করছেন। ‘আর্চি’র গ্যালারি’ ছবিটি মুক্তি পাবে এস.সি. এন্টারটেইনমেন্ট এর ব্যানারে।