|
---|
জাকির হোসেন সেখ,দক্ষিণ ২৪পরগনা: গত ২৪ শে ফেব্রুয়ারি রবিবার রাত থেকে নিম্নচাপের দরুন ঝড়বৃষ্টিতে গোটা রাজ্য সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত মগরাহাট ১নং পঞ্চায়েত সমিতির বিস্তীর্ণ এলাকার জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে।
মগরাহাট ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মিনুফা বেগম এদিন জানান, ‘জরুরি ভিত্তিতে ত্রাণের জন্য আপাতত বিডিওর কাছে ২০০০ টি ত্রিপল চাওয়া হয়েছে। এগারোটা গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত মগরাহাট ১নং পঞ্চায়েত সমিতির প্রতি বুথ থেকে বিস্তারিত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘কয়েক মাস আগে মগরাহাট ১নং সমিতির কৃষি দফতরের উদ্যোগে প্রতি গ্রাম পঞ্চায়েতে এলাকা বিশেষে কৃষকদের জন্য বোরো চাষের বীজধান এবং বীজ মুগ কড়াই বিতরণ করা হয়েছিল। এই দুর্যোগে উভয় চাষেরই ক্ষতির আশঙ্কা রয়েছে। টমেটো,সিম, ফুলকপি বাঁধাকপির মতো শীতকালীন সব্জী এখনো মাঠে। উচ্ছে বরবটি ওঠার মুখে। শিলাবৃষ্টিতে সেসবেরও ক্ষতি হলো। সবথেকে বেশি ক্ষতি হয়েছে রবিবার ভোর রাতের জোড়া কালবৈশাখীর দাপটে। শিরাকোল, শেরপুর, উস্থি, শ্রীচন্দা, কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের মতো বেশিরভাগ এলাকায় পাকা ঘরেরও টিন-এ্যাজবেস্ট-টালির চাল উড়ে গেছে। তারপরেও থেকে থেকে দমকা ঝড়, শিলাবৃষ্টি সহ অতিবৃষ্টির ফলে বহু মাটির দেয়াল পড়ে গেছে। সমস্ত জায়গা থেকে রিপোর্ট এসে পৌঁছালেই সঠিক ক্ষতির পরিমাণ বোঝা যাবে। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে জরুরি ভিত্তিতে সেসবের কাজ চলছে।