|
---|
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি, সবং…..মেদিনীপুর সমন্বয় সংস্থা, মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের উদ্যোগে আজ ৩রা অক্টোবর’২০২১রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার ৬নং চাউলকুড়ি গ্ৰামপঞ্চায়েতের অন্তর্গত কপালেশ্বরী নদীর পাড়ে অবস্থিত বন্যাবিধ্বস্ত দুটি সংসদ এলাকার (এড়াল ও চাউলকুড়ি) প্রায় একশত পঞ্চাশটি পরিবারের হাতে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এই ত্রান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, সহকারী সম্পাদক অমিতাভ দাস কার্যনির্বাহী কমিটির দুই সদস্য দেবীপ্রসাদ নন্দী,উত্তম কুমার রায় ও কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস এবং স্থানীয় অঞ্চলপ্রধান ও পঞ্চায়েত সদস্য গিরিধারী মাইতি।