|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ইয়াস বিধ্বস্ত কুঁকড়াহাটি সংলগ্ন এড়িয়াখালিতে WBTSTA এর হলদিয়া মহকুমার পক্ষ থেকে গ্রামবাসীর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন জেলা সভাপতি মিলন কুমার পাত্র,মহকুমা সভাপতি প্রদীপ ঘোড়াই,হলদিয়া ব্লক সভাপতি বিশ্বজিৎ দাস,মহকুমা কোষাধ্যক্ষ কালোবরণ দাস,জেলা সহ সম্পাদক প্রদীপ উত্থাসিনী,প্রদীপ হাজরা,ভবতোষ পাত্র,উৎপল নায়েক,সুরজিৎ গুছাইৎ,দেবব্রত বৈষ্ণব,নিখিল সাউ,বিশ্বজিৎ ঘোড়াই প্রমুখরা।