|
---|
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র।বন্ধুদের সহযোগিতায় মঙ্গলবার নন্দীগ্রামে ত্রাণ পৌঁছে দিল মেদিনীপুর কুইজ কেন্দ্র। ইয়াস ও ভরা কোটালের জেরে প্রভাবিত হয়েছে পূর্ব মেদিনীপুরের বহু এলাকা। এরমধ্যে অন্যান্য অনেক এলাকার মতো নন্দীগ্রামের অনেক এলাকার মানুষ বিপন্ন। কিছু কিছু এলাকায় এখনো ত্রাণ পৌঁছায় নি। এই রকম একটি বিছিন্ন জনপদ তৃতীয় খন্ড জলপাই। নন্দীগ্রামের ভূমিপূত্র সমাজকর্মী সৈকত শাসমল এবং তাঁর টীমের ব্যবস্থাপনায় মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ত্রাণ পৌঁছে গেলো ওই এলাকায়। সেখানকার ১৯ টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো এক সপ্তাহের দৈনন্দিন জীবনের খাদ্যসামগ্রী রান্নার প্রয়োজনীয় রসদ ও কাঁচামাল। পাশাপাশি কিছু পানীয় জলও তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে উল্লেখ্য ইতিমধ্যে কাঁথি, হলদিয়া,চন্ডীপুরসহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে।