|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল: ফের দুস্থদের পাশে দাড়ালেন রতুয়ার দাপুটে নেতা শেখ ইয়াসিন।রবিবার মালদা জেলার রতুয়া বিধানসভার আইলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ৬০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা সেখ ইয়াসিন। ইয়াসিন বাবুর মানবিক উদ্যোগ বার বার ফুটে উঠছে আমাদের নতুন গতির ক্যামেরায়। এই দুঃসময়ে মানূষের পাশে দাড়ানোয় আমরা নতুন গতির তরফে ইয়াসিন বাবুকে কুর্নিশ জানায়।