|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনায় অবশেষে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে , সুশান্তের মৃত্যুর সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর ছেলে এবং মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের। শিব সেনার বার্ষিক দশেরা র্যালিতে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, ‘একজন আত্মহত্যা করলেন। তিনি হয়ে গেলেন বিহারের ছেলে। হতে পারে, কিন্তু তাঁর এই ঘটনার জন্যে সবাই মহারাষ্ট্রের ছেলেদের নামে কুত্সা ছড়াচ্ছে। এমনকি আমার ছেলে আদিত্যকেও এর মধ্যে টানা হল। আপনার যা বলার বলতেই পারেন। কিন্তু আমরা সবদিক থেকে স্বচ্ছ।’
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম না নিয়েই এদিন উদ্ধব ঠাকরে বলেন, ‘যাঁরা ন্যায় বিচারের জন্যে কান্নাকাটি করছেন, মুম্বই পুলিশকে অকর্মন্য বলছেন, মুম্বইয়ের তুলনা পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করছেন এবং বলছেন এখানে চারদিকে মাদকাসক্তদের ছড়াছড়ি—তাঁরা ইচ্ছাকৃতভাবে এক নেতিবাচক ছবি তুলে ধরার চেষ্টা করছেন। ওঁরা জানেন না, আমরা বাড়িতে তুলসীর গাছ লাগাই, গাঁজার চাষ করি না। গাঁজার চাষ আপনাদের রাজ্যে হয়, আমাদের মহারাষ্ট্রে নয়।’