কাজল শেখের উপস্থিতিতে রক্তদানের মধ্য দিয়ে হোসেন-হাসানকে স্মরণ বোলপুরের শিঙ্গি গ্রামে

 

     

     

    খান আরশাদ, বীরভূম:-

    রক্তদানের মধ্য দিয়ে ইমাম হোসেন ও ইমাম হাসানকে স্মরণ করলেন বোলপুরের শিঙ্গি গ্রামের বাসিন্দারা। রক্তদান মহৎ দান এই উদ্দেশ্যেই ব্রতী হয়ে সিঙ্গি বাবু শহীদ ইমামবাড়া প্রাঙ্গনে শুক্রবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল।
    শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটির সহযোগিতায় এবং আয়োজক সিঙ্গি বিপ্লবী সংঘ ও এই এলাকার সাতটি মহরম কমিটির ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির আয়োজিত হল।
    সিঙ্গী বাবুশহীদ ইমামবাড়া, ইমামবাড়া হজরত কাসেম (আ), ডাঙ্গাপাড়া, সিঙ্গী ডাঙ্গাপাড়া ইমামবাড়া, সিঙ্গী মাঠপাড়া ইমামবাড়া, সিঙ্গী মাঝপাড়া ইমামবাড়া, সিঙ্গী নিমতলাপাড়া ইমামবাড়া ও সিঙ্গী সেখপাড়া ইমামবাড়া । এই সাতটি মহরম কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় এই শিবির।
    এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ।
    কাজল শেখ বলেন কারবালার ময়দানে ইমাম হোসেন আত্ম বলিদানের মধ্যে দিয়ে শান্তির বার্তা দিয়ে গেছেন।
    কোন মুমূর্ষু বা থ্যালাসেমিয়া রোগীর রক্তের অভাবে যেন প্রাণ না যায় সেদিকে আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। সকলে সঙ্ঘবদ্ধভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।
    সিঙ্গী গ্রামে আয়োজিত স্বেচ্ছায় এই রক্তদান শিবিরের উদ্যোক্তা ও রক্তদাতাদের ভুয়সী প্রশংসা করেন জেলা সভাধিপতি। আগামীতে জেলার যে কোন প্রান্তে স্বেচ্ছায় রক্তদান শিবির হলে তিনি সব সময় পাশে থাকবেন বলে জানিয়েছেন কাজল শেখ।
    এদিন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও ভোকেশনালে কৃতিদেরও সংবর্ধনা প্রদান করা হয় উদ্যোক্তাদের তরফে।