প্রয়াত তৃণমূল নেতা বলরাম মন্ডলের স্মরণসভা রাজনগরের ভবানীপুরে

 

     

     

    খান আরশাদ, বীরভূম :

    প্রয়াত তৃণমূল নেতা বলরাম মন্ডলের স্মরণসভা আয়োজিত হল রাজনগরের ভবানীপুরে ।
    ২০১৭ সালে ১৯ শে জুন আজকের দিনে বীরভূমের রাজনগর ব্লকের গাংমুরি-জয়পুর অঞ্চলের আলীগড়ে ল্যাম্পস সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় এলাকা। এখানেই সে সময় তৃণমূল নেতা বলরাম মন্ডল গুলি বিদ্ধ হয়ে মারা যান। তৃণমূলের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলরাম মন্ডলকে খুন করে।
    তৃণমূলের তরফে এই বলরাম মন্ডলের অষ্টম তম স্মরণসভা আয়োজিত হল ভবানীপুরে।
    প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে এবং তার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শ্রদ্ধার সাথে স্মরণ করেন উপস্থিত তৃণমূল নেতাকর্মীরা।
    উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি রানা প্রতাপ রায়, ভবানীপুর অঞ্চল সভাপতি দেবী প্রসাদ আচার্য, সহ-সভাপতি শান্তিরাম চক্রবর্তী ও ইলিয়াস খান, যুব সভাপতি গোপীনাথ মন্ডল সহ অন্যান্যরা।