|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কবির সৃষ্টি দিয়েই মেদিনীপুরের বিশিষ্ট বর্ষীয়ান কবি শ্রদ্ধা জানাতে এগিয়ে এলেন মেদিনীপুরের বাচিক শিল্পীরা। কবি হিসেবে তিনি স্বর্ণাক্ষরে স্বাক্ষর রেখেছেন,তবুও কোনো গণ্ডি তাঁকে বাঁধতে পারেনি, তাইতো কবিতার সীমানা পেরিয়েও গল্প,উপন্যাসেও তাঁর অবাধ বিচরণ।তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি নিলয় মিত্র।মেদিনীপুরের প্রতিথযশা আবৃত্তিশিল্পী নিলয় মিত্রের সু্যোগ্যা কন্যা সুতনূকা মিত্র মাইতির একান্ত উদ্যোগে এবং প্রতিভাময়ী আবৃত্তিশিল্পী আকাশবাণীর উপস্থাপিকা বৃষ্টি মুখোপাধ্যায়ের সমন্বয় সাধনের মাধ্যমে মেদিনীপুরের জনপ্রিয় আবৃত্তিশিল্পীবৃন্দ কবি নিলয় মিত্রের দুটি কবিতা তাঁদের কণ্ঠে ধারণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এই খ্যাতনামা কবিকে।আবহ প্রদান করেছেন ররবীন্দ্রসঙ্গীত শিল্পী সুপান্থ বসু।
কবি নিলয় মিত্রের দীর্ঘ দিনের পরম মিত্র ওপার বাংলার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এপার বাংলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট প্রাপ্ত,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক ও নজরুল বিশেষজ্ঞ আজহার উদ্দিন খান এবং প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,ভিডিওর মুখবন্ধে তাঁদের আবেগমথিত ভালোলাগা ব্যক্ত করেছেন।
প্রথম কবিতা ‘কি দেব তাকে’ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। কণ্ঠদানে রয়েছেন বর্ষীয়ান প্রবাদপ্রতিম আবৃত্তিশিল্পী অমিয় পাল,মেদিনীপুরের বিশিষ্ট আবৃত্তিশিল্পী সুতনুকা মিত্র মাইতি,মোম চক্রবর্তী, বৃষ্টি মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দাশগুপ্ত, চিত্তরঞ্জন দাস,শুভদীপ বসু।আরও একটি কবিতা’ আমি আর একটা ছোট্ট পাখি’ প্রকাশের মুখে।স্বরাঙ্কনে মেদিনীপুরের বর্ষীয়ান প্রবাদপ্রতিম আবৃত্তিশিল্পী মালবিকা পাল, মেদিনীপুরের জনপ্রিয় আবৃত্তিশিল্পী সুতনুকা মিত্র মাইতি,অর্নব বেরা,অজন্তা রায়,সুদীপ্তা মিশ্র,কেয়া সেন,পাঞ্চালি চক্রবর্তী,বৃষ্টি মুখোপাধ্যায় প্রমুখ।
সুতনূকা মিত্র মাইতি বলেন-“অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বাবার কবিতা নিয়ে সমবেত ভাবে কাজ করার, সকল গুণী শিল্পীর আন্তরিক যোগদানে আমার সেই স্বপ্ন আজ সফল।বর্ষীয়ান প্রবাদপ্রতিম আবৃত্তিশিল্পী অমিয় পাল,মালবিকা পাল অংশ নিয়েছেন এ যেন মুকুটে সোনার পালক যোগ করেছে।বিশেষ ভাবে ধন্যবাদ জানাই অর্ণব ও মোমদিকে যাদের সুচারু পরিকল্পনা ও তত্ত্বাবধানে কাজটি বাস্তবায়িত হয়েছে এবং অবশ্যই ধন্যবাদ জানাই বৃষ্টিকে।অন্তরনিঃসৃত ধন্যবাদ সকল গুণী শিল্পীদের “।কোলাজের সম্পদনায় শীঘ্রই প্রকাশ পেতে চলেছে ‘আমি আর একটা ছোট্ট পাখি’।