লাগাতার বন্ধ থাকার পর, ভক্তদের জন্য খুলে গেল দেবী চৌধুরানীর মন্দির

জলপাইগুড়ি: লাগাতার বেশ কিছু বছর বন্ধ থাকার পর অবশেষে দেবী চৌধুরানীর ঐতিহ্যশালী মন্দির খুলে দেওয়া হল ভক্তদের জন্য। দেবী চৌধুরানীর মন্দির খুলে দেওয়ার ফলে হিন্দু ও মুসলমান ভক্তদের মধ্যে খুশির হাওয়া বইছে। বহু পুরনো এবং ঐতিহ্যশালী এই মন্দির। 2018 সালে ফেব্রুয়ারি মাসের এক রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এই মন্দিরের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল।

    এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন পর্যটন মন্ত্রী গৌতম দেবকে মন্দিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপর পর্যটন দপ্তর থেকে জানানো হয় ক্ষতিগ্রস্ত বিগ্রহ গুলি নতুন করে তৈরি করা হবে, যাবতীয় দায়িত্ব নেবে পর্যটন দপ্তর।

    গত 27 শে মার্চ এই মন্দিরের ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গত 29 শে মার্চ নতুন বিগ্রহ গুলি মন্দিরে পুনর প্রতিষ্ঠা করা হয়। 30 শে মার্চ জেলাশাসক মমতা গোধারা বসু ওই মন্দিরে পুজো দেন। দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রচুর ভক্ত। টানা চার বছর বিভিন্ন কারণে বন্ধ ছিল ঐতিহ্যশালী দেবী চৌধুরানীর মন্দির।