|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ২০১৮সালের ভয়বাহ অগ্নিকাণ্ডের তিন বছর পর নতুন ভাবে খুলল কলকাতা ক্যানিং স্ট্রিটের বাগরি মার্কেট। উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম, সুজিত বোস ও কলকাতা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশুতোষ সিং।অনুষ্ঠানে এসে দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, এই অগ্নিকাণ্ডের তিনমাস পরে তিনি দায়িত্ব নিয়েই এই জায়গা পরিদর্শন করে বিশেষ কিছু প্রস্তাব দিয়ে দিয়েছিলেন | অনেক পুরোনো বাজার| তাকে রেখে কীভাবে অগ্নিনির্বাপক ব্যবস্থার দিকটা খেয়াল রাখা যায় সেই ছয় সাত দফা প্রস্তাবকে বাস্তবায়িত করতে পেরেছেন তারা |
তাই পুজোর কথা মাথায় রেখে ৮০০এর জায়গায় ২০০ দোকানকে নতুনভাবে সাজিয়ে বাডার খোলা হল|প্রসঙ্গত, ২০০টি সিসিটিভি ক্যামেরা,লক্ষ কিউসেক জল ধরতে পারে এমন জলের রিজার্ভার যা আগে ছিল না,এখন সেগুলি করা হয়েছে | কারণ ঘিঞ্জি জায়গা জলের খোঁজ করতে করতেই আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে | থাকছে রাত পাহারার ব্যবস্থাও | অন্যদিকে আরেক মন্ত্রী তথা পৌরসভার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম ব্যাবসায়ীদের কাছে অনুরোধ করেন দোকানের বাইরে যেখানে সেখানে যাতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে না রাখেন তারা|