|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের মোট ৯ টি ধর্ষণ মামলায় রাজ্যের তরফে আদালতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে পেশ করা হয় সমস্ত রিপোর্ট। শেষে, রাজ্য পুলিশের তদন্তেই ভরসা রেখেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি ৪ঠা মে।
অন্যদিকে গ্রামের পথে আলোর ব্যবস্থার আবেদন করা হয়েছিল কারণ গ্রামের এখনো অনেক জায়গাই অন্ধকারছন্ন এবং এর কারণেই বাড়ছে যৌন নির্যাতনের মতো ঘটনা। এই বিষয় রাজ্যর থেকে রিপোর্ট চেয়েছে আদালত।