|
---|
হাসান লস্কর বাবলু, দক্ষিণ চব্বিশ পরগনা : কুলতলির জামতলা বাজার সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হল জমিয়ত উলামায়ের হিন্দের পক্ষ থেকে ব্লক প্রতিনিধিদের নিয়ে বিশেষ এক জরুরী সভা। জমিয়ত রাজ্যে-সহ জেলা কমিটি গঠিত হওয়ার পরে জমিয়তের সদস্যরা প্রতিটি ব্লক কমিটির সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক শুরু করছেন প্রতিটি ব্লকে । আজকের এই সভায় উপস্থিত ছিলেন জামতলা ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের একাধিক প্রতিনিধি সহ এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি হাসানুজ্জামান সাহেব, জেলা সম্পাদক আমিনউদ্দিন সাহেব,জামতলা ব্লকের নূর হোসেন সাহেব,মাওঃ সাহাবুদ্দিন সাহেব ছালাম লস্কর,গাফফার সেখ সহ একাধিক পদাধিকারী ব্যক্তিবর্গ । সভাপতি ভাষণের মাধ্যমে বলেন পিছিয়ে পড়া এই সমাজ কে শিক্ষার আলোকে আলোকিত করাতে হবে এটাই আমাদের গুরুদায়িত্ব । বিশিষ্ট বক্তা আমিনউদ্দিন সাহেব বলেন ধর্মীয় শাস্ত্রের সাথে সাথে বাংলা ইংরেজি হিন্দি সহ একাধিক ভাষার জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষিত সমাজ পারে আর্থসামাজিক দিক পরিবর্তন করতে। আগামী দিন গুলিতে যুবসমাজ শিক্ষার আলোকে আলোকিত করতে এই গুরুদায়িত্ব আমাদের নিতে হবে,একে অপরের পরিপূরক এমনি বার্তা দিলেন ।