প্রজাতন্ত্র দিবস উদযাপন করে কালিয়াচকে “নতুন আলো” স্বেচ্ছাসেবী সংগঠনের পথচলা শুরু

মোঃ কামরুজ্জামান ,মালদহ :

    আজ ছিল সাধারণতন্ত্র দিবস আর আজ এই দিন আমাদের নতুন আলো পথচলা শুরু করলো,সহযোগিতায় স্বপ্ন উড়ান।আজ এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে পাশে পেয়েছিলাম কালিয়াচকের বিভিন্ন স্কুল কে।।পাশে পেয়েছিলাম কালিয়াচক থানার আই.সি #সুমন_চ্যাটার্জী মহাশয়,মোথাবাড়ি থানার ও.সি বাপন দাসকে,কালিয়াচক থানার এস.আই দিলীপ বাবু কে, কালিয়াচক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা সরকার মহাশয়া,কালিকাপুর এস,পি প্রাইমারী স্কুল প্রধান শিক্ষক মহাশয় আব্দুল কাইয়ুম এবং কালিয়াচক জুনিয়ার বেসিক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আনুয়ার হোসেন,মালদা জেলার ও.সি হেলথ, বিশিষ্ট সমাজসেবক ডাঃ ডি.সরকার মহাশয়,কালিয়াচক হাইস্কুলের শিক্ষকদের,কালিয়াচক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক আব্দুর রাহমান মহাশয়,কালিয়াচক ২গ্রাম পঞ্চায়েত এর মেম্বার ও বিশিষ্ট ব্যাক্তিদের।।পুরো অনুষ্ঠান পরিচালনা করেছেন মালদা থেকে আগত সুচিমীতা দাস মহাশয়া।।আজ তিন রকম প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ছিল প্রায় ৪০০জন প্রতিযোগি অংশগ্রহণ করেছিলেন।। তার মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন-
    বসে আঁকো –
    বিভাগ ক)
    প্রথম-#আয়ূষী কর্মকার
    দ্বিতীয় – #সাইকা পারভিন
    তৃতীয়- #দীপান্বিতা দাস
    বিভাগ খ)
    প্রথম-#প্রিয়াসা ঘোষ
    দ্বিতীয়- #দেবানগী সরকার
    তৃতীয় – #ফারদিন খান
    বিভাগ গ)
    প্রথম- #অরিন্দম সিংহ
    দ্বিতীয় – #কাকলি মন্ডল
    তৃতীয় – #অক্ষয় কুমার যাদব
    আবৃত্তি
    প্রথম- #ঐশি স্বর্নকার
    দ্বিতীয়- #দেবানগী সরকার
    তৃতীয়- #সামিয়া জাহান/#অনিরুদ্ধ মন্ডল
    নৃত্য
    প্রথম- #সংকলতা মন্ডল
    দ্বিতীয়- #প্রীতি স্বর্নকার
    তৃতীয়- #ইস্কিতা সিংহ

    এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সকল কে পুরস্কৃত করা হয়েছে।।সকল ছাত্র-ছাত্রীর জন্য সকাল ও দুপুরের খাওয়ার ব্যাবস্থা করা হয়েছিল।।সবাই খুব খুশি আজ কালিয়াচকে এরকম এক অনুষ্ঠান পেয়ে।।যে সকল বিশিষ্ট ব্যাক্তিদের আজ আমরা পাশে পেয়েছিলাম সকল কে অসংখ্য ধন্যবাদ,সকল স্কুল কে অসংখ্য ধন্যবাদ।।সকল অভিভাবক দের অনেক অনেক ভালোবাসা।। সকল ছাত্র-ছাত্রী দের ভালোবাসা।। সব শেষে ধন্যবাদ না জানিয়ে পারলাম না আমাদের দুই দল কে নতুন আলো ও #স্বপ্ন_উড়ান কে।।
    আপনাদের এইভাবে পাশে পেলে আমরা এইভাবে এগিয়ে যাব।।

    9