৭৩তম সাধারণতন্ত্র দিবস উদ্‌যাপন মেদিনীপুর টাউন স্কুলে

মেদিনীপুর: যথোচিত মর্যাদায় ৭৩তম সাধারণতন্ত্র দিবস উদ্‌যাপিত হলো শতাব্দী প্রাচীন হেরিটেজ শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর টাউন স্কুলে। এই উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার ও শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী। বিদ্যালয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের বর্ষীয়ান শিক্ষক জহরলাল পইড়্যা। জাতির জনক মহাত্মা গান্ধী ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য প্রদান করা হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা স্বাধীনতা আন্দোলনে শহীদ ব্রজকিশোর চক্রবর্তী, রামকৃষ্ণ রায়, অনাথবন্ধু পাঁজা ও মৃগেন্দ্রনাথ দত্ত এঁদের প্রতিকৃতিতে।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধারণতন্ত্র দিবস-এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করেন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন মন্দিরা খান্ডা, মিঠু রানী মূর্মূ, মীরা পাল প্রভৃতি শিক্ষিকাগণ ও বিদ্যালয়ের ছাত্র সম্বিত নাগ। কবিতা পাঠ করেন মীরা পাল, মিতালী দাস প্রভৃতি শিক্ষিকাগণ ও অনুভব সাউ প্রাক্তন ছাত্র। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা মীরা পাল। স্বদেশপ্রেমের প্রাসঙ্গিক কোলাজ পরিবেশনসহ স্পষ্ট উচ্চারণে মীরা পালের অনবদ্য সঞ্চালনা অনুষ্ঠানের আবহকে মহিমান্বিত করেছিল। সবশেষে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়।