টিআরপি জালিয়াতি মামলায় জড়িত তদন্তের ভার মুম্বই পুলিশ থেকে CBI কে দেওয়ার আর্জি রিপাবলিক টিভির

নতুন গতি ওয়েব ডেস্ক: টিআরপি জালিয়াতি ঢাকতে ও মামলাকে প্রভাবিত করতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে রিপাবলিক টিভি। অভিযুক্ত সংস্থা মামলা চলাকালে এমনটা করতে পারে কি না, তা নিয়ে প্রশ্ন ছিলই। এবার পুলিশের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইকবাল শেখ আদালতের দ্বারস্থ হয়েছেন যাতে চ্যানেল এই ধরনের প্রচার বন্ধ করে। কান্দিবলি থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

     

    রিপাবলিক টিভির প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী ও এই চ্যানেল টিআরপি স্ক্যামের তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কুমন্তব্য করে চলেছে। ইকবাল শেখ তাই মানহানির মামলাও দায়ের করেছেন। এই মামলার শুনানি হবে বুধবার। তাঁর আইনজীবী আভা সিংয়ের মাধ্যমে শেখ অভিযোগ করেছেন যে, নানা বিধিবদ্ধ নিয়মের মধ্য দিয়ে যখন একটি কেসের তদন্ত চলছে, তখন অভিযুক্ত নিজের কেস নিয়ে নিজের টিভি চ্যানেলে মুম্বই পুলিশের মানহানি করে কোনও কিছু সম্প্রচার করতে পারে না। তাঁর আরও অভিযোগ, টিআরপি স্ক্যাম নিয়ে যে ধরনের গালগল্প ও বিতর্কসভা আয়োজন করছে অর্ণব গোস্বামী তা তদন্তকে প্রভাবিত করতে পারে।

     

    টেলিভিশন রেটিংকে প্রভাবিত করার জন্য মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং যে ৩ চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন রিপাবলিক টিভি তাদের একটি। এই জালিয়াতির সঙ্গে জড়িত ৬ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তিরা রিপাবলিক টিভি চালিয়ে রাখার জন্য সেই সব বাড়িকে ঘুস দিত যাদের ভিউয়ারশিপ পর্যবেক্ষণ করে চ্যানেলের রেটিং দেওয়া হয়। এই রেটিংই ঠিক করে দেয় বিজ্ঞাপনদাতারা কোন চ্যানেলের দিকে ঝুঁকবে।

     

    পুলিশের দাবি, এটা কয়েক কোটি টাকার জালিয়াতি। যদিও এই বিতর্কিত চ্যানেল কর্তৃপক্ষ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাতে এই মামলায় করা এফআইআর রদ করা যায়। পাশাপাশি তাদের দাবি, এই মামলা মুম্বই পুলিশের হাত থেকে সিবিআইকে দেওয়া হোক। কিন্তু প্রশ্ন হল, কেন্দ্র সরকারের মুখপাত্র হয়ে ওঠা এই চ্যানেলের জালিয়াতির তদন্তের ভার কেন্দ্রীয় সংস্থা সিবিআইকে দিলে তদন্তে নিরপেক্ষতা থাকবে?