আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেফতার রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামী

নতুন গতি ওয়েব ডেস্ক : রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশ। আজ সকালে তাঁর মুম্বাইয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেছে আলিবাগ থানার পুলিশ। ২০১৮ সালে ইন্টিরিয়র ডিজাইনার অনভি নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এক সিনিয়র পুলিশ অফিসার তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

     

    কোঙ্কন রেঞ্জের আইজি সঞ্জয় মোহিত জানিয়েছেন, “অর্ণব গোস্বামীকে বর্তমানে রায়গড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তকারী অফিসাররা সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

     

    ২০১৮ সালে ৫৩ বছর বয়সী অনভি নায়েক ও তাঁর মা কুমুদ নায়েক আত্মহত‍্যা করেন। তাদের মৃতদেহের কাছ থেকে অনভি নায়েকের হাতে লেখা এক সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ যেখানে অর্ণব গোস্বামী ও আরও দু’জনের নাম লেখা ছিল। চিঠিতে লেখা ছিল এই তিনজন তাঁর ৫.৪০ কোটি টাকা পরিশোধ করেননি, যার ফলে চূড়ান্ত আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি।

     

    আত্মহত‍্যায় প্ররোচনা দেওয়ার জন্য তখনই অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে আলিবাগ থানার পুলিশ কিন্তু ২০১৯ সালে রায়গড় পুলিশ এই মামলা বন্ধ করে দেয়। ২০২০ সালে অনভি নায়েকের মেয়ে আদন‍্যা নায়েক এই নিয়ে পুনরায় মামলা দায়ের করলে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন।