রাজনগরে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী ‘ক্যামেলিয়ন’

 

     

    খান আরশাদ, বীরভূম:
    রাজনগরের মুরাদগঞ্জ গ্রামের পাশে রাস্তার ধার থেকে উদ্ধার বিরল প্রজাতির প্রাণী ক্যামেলিয়ন। রাজনগর বনদপ্তরের দুই কর্মী সনাতন মাহাতো ও বিমল মাহাতো ভবানীপুর অঞ্চলের মুরাদগঞ্জ গ্রামের পাশ দিয়ে বাইকে করে আসছিলেন, সেই সময়ই গ্রামের পাশে রাস্তার ধারে অদ্ভুত একটি প্রাণী তাদের নজরে পড়ে। ওই দুই বনকর্মী ওই প্রাণীটির কাছে গিয়ে দেখতে পান, এটি প্রায় এক ফুট লম্বা একটি বিরল প্রজাতির প্রাণী ক্যামেলিয়ন। তারা ওই ক্যামেলিয়নটিকে সেখান থেকে উদ্ধার করে বন দপ্তরের অফিসে নিয়ে আসেন। বনকর্মীরা জানান এটিকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে।