ঘাটালে উদ্ধার গাঁজা ও ব্রাউন সুগার!

নিজস্ব সংবাদদাতা :ঘাটালের আজব নগর এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ও বারাউন্সুগার! এলাকাবাসীরা দীর্ঘদিন ধরেই সন্দেহ করে এখানে কিছু খারাপ জিনিস হচ্ছে। তারা নজর রাখি ওই ব্যক্তির উপর। অবশেষে মঙ্গলবার রাত্রে হাতেনাতে ধরা পড়ে বিক্রয় করার সময়। তবে অভিযুক্ত ব্যক্তি ছুটে পালিয়ে যান। ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। ইতিমধ্যেই সিজ করা হয়েছে ব্রাউন সুগারও গাজা। তবে তা পরিমাণ এখনও জানানো হয়নি থানার পক্ষ থেকে। এলাকাবাসীরা জানান কিছুদিন আগে সেখানে তিনি বসবাস শুরু করেন, তার পরে চলে এ ধরনের কাজ। তবে এই ধরনের কাজ চলে যেয়ে যুব সমাজ খারাপ পথে পরিচালিত হবে এমন অভিযোগ করেছেন তাকে এলাকাবাসী। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।

     

     

     

     

    পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট।