|
---|
এ.এস.এম মিনহাজুল,নতুন গতি: এন.আই.ও.এস আয়োজিত কর্মরত শিক্ষকদের প্রশিক্ষণের পরীক্ষা ৫০৬,৬০৭ হয়েছিল ২০ ডিসেম্বর এবং ২১ শে ডিসেম্বর ২০১৮।উক্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো আজ।পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবেন এন.আই.ও.এস এর নিজস্ব ওয়েবসাইট http://dled.nios.ac.in থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য,অভিযোগ আছে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল সেই কারণে এন.আই.ও.এস পরীক্ষা দুটি পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। রহস্যজনকভাবে এই পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যাপারটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য হয়েছিল।
দুটি পরীক্ষা পশ্চিমবঙ্গের জন্য পুনরায় হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারির তিন তারিখ দুটি শিফটে অর্থাৎ ৫০৬ সকাল ৯ টা ৩০ থেকে এবং ৬০৭ দুপুর ২ টা থেকে।সুতরাং পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন কি না এ বিষয়ে বিশেষ ভাবে কিছু বোঝা যাচ্ছে না।