ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল: সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২১, তারপর রিটার্ন ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা

নতুন গতি নিউজ ডেস্ক: ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২১ করা হয়েছে ৷ ৩০ সেপ্টেম্বরের পর রিটার্ন ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হতে পারে ৷ আয়কর বিভাগের তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷

    ইনকাম ট্যাক্স নিয়ম অনুযায়ী, ট্যাক্স রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হবে ৷ করদাতারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ITR ফাইল না করলে বকেয়া ট্যাক্সের উপর সুদ দিতে হবে ৷ এই জরিমানা থেকে বাঁচতে হলে ৩০ সেপ্টেম্বরের আগে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে ৷

    সরকারের তরফে জারি করা তারিখের পর রিটার্ন ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ ইনকাম ট্যাক্সের সেকশন ২৩৪এফ এ এই বিষয়ে জানানো হয়েছে ৷ করদাতার বার্ষিক আয় ৫ লক্ষ টাকার ভিতরে হলে লেট ফাইন হিসেবে ১০০০ টাকা দিতে হবে ৷ ৫ লক্ষ টাকার বেশি আয় হলে বেশি টাকার জরিমানা দিতে হবে ৷

    দেখে নিন কীভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন ?

    ১. ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য আয়কর বিভাগের আধিকারিক পোর্টালে https://www.incometax.gov.in যেতে হবে ৷

    ২. ই-ফাইলিং পোর্টালে নিজের প্যান, পাসওয়ার্ড ও ক্যাপচা কোড এন্টার করার পর লগ ইন করতে হবে।

    ৩. এরপর e-File মেনুতে ক্লিক করে income tax return লিঙ্কে ক্লিক করতে হবে৷

    ৪. ইনকাম ট্যাক্স রিটার্ন পেজে Assessment Year সিলেক্ট করতে হবে ৷ এরপর ITR form Number সিলেক্ট করতে হবে ৷ এরপর Filing Type সিলেক্ট করে Original/Revised Return সিলেক্ট করতে হবে।

    ৫. এরপর submission Mode সিলেক্ট করে prepare and submit online সিলেক্ট করতে হবে।

    ৬. এরপর continue বটনে ক্লিক করতে হবে ৷ পোর্টালে দেওয়া গাইডলাইন পড়তে হবে ৷ অনলাইন ITR ফর্ম ফিলআপ করতে হবে৷

    ৭. এরপর ফের Taxes and Verification ট্যাবে গিয়ে ভেরিফিকেশন অপশনে সিলেক্ট করতে হবে ৷ Preview and submit বটনে ক্লিক করে, ITR-এ দেওয়া ডেটা ভেরিফাই করতে হবে ৷ এরপর ITR কে submit করুন৷