আচমকা সুর নরম আমেরিকার! প্রত্যাহার করে নিতে পারে রাশিয়ার উপর সমস্ত নিষেধাজ্ঞা

নতুন গতি নিউজ ডেস্ক: আচমকা সুর নরম আমেরিকার! প্রত্যাহার করে নিতে পারে রাশিয়ার উপর সমস্ত নিষেধাজ্ঞা।

    আমেরিকার ডেপুটি ট্রেজারি সেক্রেটারি ওয়ালি আদেমো বলেন “আমরা এটা সবসময় নিশ্চিত করতে চাই যে আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর পর পরিস্থিতিতে বদল ঘটলে তা যেন প্রত্যাহার করা যায়। যাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তারা যেন বুঝতে পারে যে ব্যবহারে বদল ঘটানোই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।”

    বিশ্লেষকদের মতে, এই সুর নরম করার কারণ হচ্ছে, জার্মানির মতো ইউরোপীয় দেশগুলি তেল ও গ্যাসের জন্য রাশিয়ার উপর নির্ভরশীলতা। এবং পর্দার আড়ালে জ্বালানি ইস্যুতে ওয়াশিংটন বনাম ব্রাসেলস তরজা চলছে।