সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ইসালে সওয়াব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ইসালে সওয়াব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নাইমুল ইসলাম, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় অনুষ্ঠিত হলো ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান ও ইসালে সওয়াব।

    ১৯৪৯ সাল থেকে ১০ ই ফাল্গুন ইসালে সওয়াব অনুষ্ঠিত হয়ে তা আজ ৭৩ বছরে পদার্পণ করলো। ঈসালে সাওয়াবে অনেক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত হতে পারে না সেই জন্য গত বছর থেকে সকালে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে ঈসালে সাওয়াব অনুষ্ঠিত হয়। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান চতুর্থ বছরে পদার্পণ করলো। যাতে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাগণ সকলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারে। ছাত্র-ছাত্রী ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণ এর সহযোগিতায় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ভাবে গড়ে ওঠে।

    ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন পাঠ ও ইসলামী সংগীত এর মাধ্যমে।
    সকল আমন্ত্রিত অতিথি গণের , উত্তরীয় ও ব্যাজ পরিয়ে সংবর্ধনা জানায় মাদ্রাসার ছাত্র- ছাত্রীরা। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাও আব্দুল মোমেন ও মাও ইছাহক মোল্লা।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীরুপ গোপাল গোস্বামী, খিদিরপুর একাডেমীর হেডমাস্টার, মাওলানা নুরুল আমীন, বোলদেপোতা সিনিয়র মাদ্রাসার সুপার, সেলিম শাহী, শিক্ষক খিদিরপুর একাডেমী, আবু তাহের, উঃ দীনাজপুর শিরশির সিনিয়র মাদ্রাসার সুপার, অধ্যাপক আবুল কাসেম, তেহট্ট গভর্মেন্ট কলেজের অধ্যাপক, মাওলানা আনিসুল আলম প্রাক্তন সুপার উলুবেড়িয়া সিনিয়র মাদ্রাসা।

    সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শেখ গোলাম মইনুদ্দীন “বলেন সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য।
    ভবিষ্যতে ঈসালে সওয়াবের সাথে সাথে ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান যাতে পালিত হয় সেই আশা আমি ছাত্র ছাত্রী ও কর্তৃপক্ষের কাছে করবো। “উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক আরাবুল ইসলাম তিনি বলেন” আমার শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী দের সহযোগিতায় দিনের প্রোগ্রাম ইসলামিক সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে তাতে আমি খুব গর্বিত। সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা ঐতিহ্য জলসা বজায় থাকুক।”উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি আজিজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক হাবিবুল্লা খাঁন, প্রাক্তন মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক ইসাহাক মোল্লা, আব্দুস সামাদ, প্রাক্তন সদস্যরা প্রমুখ।