|
---|
আজিজুর রহমান, গলসি : সম্প্রীতি ঘটে যাওয়া কলকাতার আরজিকর হাসপাতালের মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকান্ডের বিরুদ্ধে এবার পথে নামলো গলসি মহাবিদ্যালয়ে পড়ুয়াদের একাংশ। তাদের দাবি ওই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও রাজ্যে মহিলা সুক্ষরা নিয়েও সরব হন পড়ুয়ারা। তারা জানান, সরকারী হাসপাতালে সহ সব জায়গায় মহিলা সুরক্ষার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে। এদিন পড়ুয়ারা মহাবিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি মিছিল করেন। যা মহাবিদ্যালয়ের রাস্তায় মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে দাঁড়িয়ে উপস্থিত পড়ুয়ারা দোষীদের শাস্তির দাবিতে প্লাকার্ড হাতে শ্লোগান দিতে থাকেন। পড়ুয়া সুজাতা ঘোষ জানান, আরজিকরে যে ঘটনাটি ঘটেছে সেটা খুব দুঃখজনক। যার নৃশংসতা দেখে রাজ্য ও দেশ তোলপাড় হয়ে গেছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন।