|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : আর জি কর কান্ডে গোটা দেশ জুড়ে দফায় দফায় আন্দোলন- বিক্ষোভ, প্রতিবাদ, মঙ্গলবার সন্ধ্যায় বিশাল মিছিল প্রতিবাদে পথে নামলো মহিলা এবং পুরুষ মিলিয়ে প্রায় আড়াই হাজার মানুষ। আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠলো গোটা সাগরদিঘীর মানুষ। এদিন সাগরদিঘী এস এন হাই স্কুল ময়দান থেকে মহিলারা মশাল হাতে নিয়ে বিশাল প্রতিবাদ মিছিল করেন, সাগরদিঘী বাস স্ট্যান্ড, সাগরদিঘী রেল স্টেশন হয়ে সবজি বাজার পর্যন্ত মিছিলে পা মেলান হাজার হাজার মানুষ সবার মুখে একটাই আওয়াজ দোষীদের ফাঁসির চায়।
স্বাস্থ্য কর্মী নিকিতা ভকত জানান আমাদের বোনের ন্যায়বিচারের জন্য যতদিন লড়াই করতে হবে ততদিন আন্দোলন করে যাবো যাতে পরবর্তীতে কেউ এই ঘটনা ঘটানোর সাহস না পায় |
সমাজসেবী ইফতিকার আলম জানান আর জি কর মেডিকেল কলেজের যে নককারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং নারী সুরক্ষা ও তিলোত্তমা যাতে আইনি ভাবে সঠিক বিচার পায়, সেই দাবি রাখছি ও দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি নিয়ে আমাদের দ্বিতীয় দফার প্রতিবাদ মিছিল।
সমাজসেবী সঞ্জীব দাস এই অপরাধের কঠোর ভাষায় নিন্দা করেন এবং দোষীদের শাস্তির দাবি জানান ।
এডভোকেট অনিকেত চাটার্জি বলেন আরজিকরের বুকে যে নারকীয় ঘটনা ঘটেছে তার জন্য সারা বাংলা নয় গোটা পৃথিবী আজ তার প্রতিবাদ করছে। জাতি – ধর্ম – বর্ণ – রাজনীতি সব নির্বিশেষে আমরা আজ সবাই এক হয়ে পথে নেমেছি, যারা এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত বা যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিতকরণ করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদের দেওয়া হয়। প্রতিবাদ মিছিল শেষে কিছুক্ষণের জন্য সাগরদিঘী রাজ্য সড়ক অবরোধ করে মহিলারা, সেখানেই আন্দোলনের অন্যতম মুখ রাফাসন জানি বলেন দোষীদের বিচার না হলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে।