আরজিকর কান্ডের প্রতিবাদ পথে পথে

নিজস্ব প্রতিনিধি, নতুন গতি : আর জি করে চিকিৎসক হত্যার প্রতিবাদে পথে নেমেছে মানুষ। রাজ্যের সীমা ছাড়িয়ে অন্য রাজ্যে কখনো প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে দেশের সীমা ছাড়িয়ে বহির্বিশ্বে। সেখানকার প্রবাসী ভারতীয়রা পথে নেমেছে এই জঘন্য নারকীয় ধর্ষণ ও খুনের প্রতিবাদ জানাতে। ইতোমধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। চলছে সিবিআই তদন্ত। বিচার শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। কলকাতা শহরের পাশাপাশি গ্রাম থেকে গ্রামান্তরে সুবিচারের আশায় মানুষ পথে নেমেছে। বাদুড়িয়া থানার চাতরা গ্রামে বাইশে আগস্ট ছাত্র-ছাত্রী দের সঙ্গে পা মিলিয়েছে গ্রামের সাধারণ মানুষ। সবারই কণ্ঠে একই অরাজনৈতিক দাবি
” উই ওয়ান্ট জাস্টিস ।” সুবিচার না মেলা পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে
–এমনই অঙ্গীকার আন্দোলনকারীদের।