আরজিকর মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদের ফেয়ারওয়েল অনুষ্ঠান

রহমতুল্লাহ, কলকাতা : কলকাতা আর.জি.কর মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ডায়ালাইসিস ইউনিট এর ডায়ালাইসিস টেকনোলজিস্ট ও ছাত্র ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফেয়ারওয়েল অনুষ্ঠান। ২২ শে ডিসেম্বর বুধবারের দিন দুপুর ২ঘটিকার সময় অনুষ্ঠানের শুভ আরম্ভ হয়। এদিন অনুষ্ঠানে সভাপতির আসন অলকৃত করেন -ডাঃ এস.এন মন্ডল- সহকারি শিক্ষক, আরজিকর মেডিকেল কলেজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কে. এল.কর্মকার (এইচ. ও. ডি )নেফ্রোলজি বিভাগ , আর.জি.কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ তাপস মন্ডল মহাশয় ও বিশিষ্ট জ্ঞানীজনরা। এদিন অনুষ্ঠানে ২০১৮-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ যে সমস্ত ডায়ালাইসিস টেকনোলজিস্ট পড়ুয়াদের ফেয়ারওয়েল দেওয়া হয়, তারা হলো – মিজানুর রহমান, সৌরভ হাজরা, মহাদেব বার্মান, সুমন সাঁতরা, ঈশিতা জানা, শ্রেয়া মুখার্জি, এদের সকলকের হাতে মোমেন্টে ও ফুলের তোড়া সহ বিশেষ কিছু উপহার তুলে দেওয়া হয়।

    এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ কে. এল কর্মকার ছাত্র- ছাত্রীদের উদ্দেশ্যে বলেন নেফ্রোলজি বিভাগের শিক্ষকগনেরা যেভাবে তোমাদের সুশিক্ষায় শিক্ষিত করেছে সেটাকে তোমরা মানবসেবায় কাজে লাগিয়ে মানুষ কে সুচিকিৎসাদানে সহায়তা করবে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত আরজিকর মেডিকেল কলেজের ডায়ালাইসিস ইউনিট এর সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট ছাত্রছাত্রীরা উর্ত্তীন্ন হওয়ার আনন্দ ও কলেজকে ছেড়ে যাওয়ার দুঃখ নিয়ে তারা কলেজ কে বিদায় জানিয়ে চলে যায়।
    অনুষ্ঠান শেষে সমস্ত মেডিকেল টেকনোলজিস্ট সহ ছাত্র-ছাত্রীদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল।
    সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিসমাপ্তি ঘটে বিকেল ৪ঘটিকার সময়।