আর জি কর-এ নৃশংস খুন ধর্ষণের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদী মিছিল বর্ধমানে

আর এ মণ্ডল : সম্প্রতি আর জি কর-এ তরুণী ডাক্তারের নারকীয় খুন ধর্ষণের নৃশংস ঘটনায় এখন দেশ থেকে দেশান্তর প্রতিবাদে অগ্নিগর্ভ। প্রতিনিয়তই সাধারণ মানুষ সহ সর্ব ধরণের পেশার নর-নারীদের সভা,মিছিলে আওয়াজ দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।
সেই প্রেক্ষিতেই ২১ আগস্ট পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদরে ছাত্র-ছাত্রীদের এক অরাজনৈতিক সংগঠন,-“ইউনাইটেড স্টুডেন্টস ফ্রন্ট”-এর উদ্যোগ ও পরিচালনার মাধ্যমেও ধ্বনিত হলো প্রতিবাদী পথ সভায় ন্যায় বিচার, কঠোর শাস্তির বিধান জারী হোক। সেই সাথে সরকার, পুলিশ প্রশাসন এর বিবেক ও নৈতিকতার বুকে আঘাত হানা স্লোগান। প্রতিবাদী পথ সভার শুরু বর্ধমান কে এস পি-র ফাস্ট গেট থেকে শুরু করে বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল হয়ে বিগবাজারের সামনে দিয়ে তিন কোনিয়া বাসস্ট্যান্ডের পাশ দিয়ে কার্জন গেট (বিজয় তোরণ)। বিকাল ৩ টা ৩০ মিঃ থেকে ২ ঘণ্টা ব্যাপী এই
র‍্যালিতে অনেক সাধারণ মানুষের যোগদান ছিল ‍চোখে পড়ার মতো। বর্ধমান এর সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণ ও সহযোগিতায় এর সাফল্য।
এই সভার উদ্যোক্তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য দায়িত্ব পালন করেন তাঁরা হলেন,-সৃজনী চ্যাটার্জি, অভিজ্ঞান চক্রবর্তী, মুহাম্মাদ শুয়াইব আসলাম, আয়ুস বণিক ও স্বর্ণাঙ্গ ঘোষাল।
পথ সভায় জোরালো কণ্ঠে সৃজনী চ্যাটার্জি,- বর্তমান অবক্ষয় সমাজের নোংরা পরিবেশ, ছাত্র সমাজের দায়িত্ব-কর্তব্য এবং সবার নিরাপত্তার দাবিতে বক্তব্য রাখেন।
জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিবাদ মিছিল ও পথ সভা শেষ হয়।